সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশিদার চাঁদপুর জেলার, হাজীগঞ্জ উপজেলার সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ''হাজীগঞ্জ ডিগ্রী কলেজ''। প্রকৃতির লীলা ভূমি, ডাকাতিয়া নদীর দক্ষিণ তীরে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ক্ষণে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য রয়েছে সুশৃংখল পাঠদানের প্রত্যয় এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ নবীন-প্রবীণ শিক্ষকমন্ডলী, সুষ্ঠু পাঠপরিকল্পনা, মাল্টিমিডিয়া ক্লাস, নিয়মিত পরীক্ষা, ফলাফল মূল্যায়নের জন্য অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী কাউন্সিলিং সহ মেধাক্রম অনুসারে প্রণোদনা বৃত্তির ব্যবস্থা। মানসম্মত শিক্ষার পাশাপাশি রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় উৎসব, বিতর্ক, রোভার স্কাউট, বিজ্ঞান মেলা ,শিক্ষা সফর ও সহশিক্ষামূলক কার্যক্রম। মনোরম পরিবেশে ছাত্রদের জন্য ছাত্রাবাসের সুব্যবস্থা আছে।
আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রী কলেজ সুচারুভাবে পরিচালনার জন্য রয়েছে দক্ষ, অভিজ্ঞ ও প্রাজ্ঞা গভর্নিং বডি, শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গণনা, সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ক্যাম্পাস পর্যবেক্ষণ করাসহ উপস্থিত-অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মোবাইলে এসএমএস দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের গণমানুষের প্রাণের দাবি মিটিয়ে চলছে। কলেজের সার্বিক অগ্রগতিতে এবং অবকাঠামোগত উন্নয়নে হাজিগঞ্জ শাহরাস্তির নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম সাহেবের সক্রিয় সহযোগিতা অব্যাহত রয়েছে । তার সহযোগিতায় এরই মধ্যে কলেজের বি.এম শাখার কার্যক্রম এবং উচ্চমাধ্যমিক শ্রেণির নতুন আরেকটি শাখা খোলার কাজ সু-সম্পন্ন হয়। তার আন্তরিক প্রচেষ্টায় সরকার প্রদত্ত নতুন আরেকটি চারতলা ভবন মঞ্জুর হয়। কলেজ পরিচালনায় রয়েছে মাননীয় জেলা প্রশাসক চাঁদপুর এর নেতৃত্বে সুযোগ্য গবর্নিং বডি। শিক্ষক তার মহান পেশায় নিবেদিত আছেন দেশ সেরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী প্রাপ্ত এক ঝাঁক মেধাবী নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী । নবীন-প্রবীণের সমন্বয়ে নিরলস শ্রম ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। বর্তমান এ প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের দুইটি শাখায়, বিএম শাখা এবং স্নাতক শ্রেণীতে বিভিন্ন বর্ষের চারটি বিভাগের প্রায় ৩৫০০শিক্ষার্থী জ্ঞান সাধনায় নিমগ্ন আছে।
উচ্চ শিক্ষার প্রস্তুতিক্ষেত্র এ বিদ্যানিকেতন থেকে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা প্রতি বছরই মেডিকেল ,বুয়েট, রুয়েট, কুয়েট, মেরিন একাডেমি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। শুধু তাই নয় বিগত কয়েক বছর ধরে দেশের বাহিরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ লাভ করে এ কলেজের গৌরব এবং সৌরভ বাড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। কলেজটি প্রতিষ্ঠার পেছনে ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা মজুমদার পরিবার এবং সাহা পরিবারের সদস্য বৃন্দের রয়েছে অপরিমেয় দাম। অনেক মহান ব্যক্তি বর্গের সাথে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, হিতৈষীগন, জেলা এবং উপজেলা প্রশাসনের সহোদয় সহযোগিতা, এলাকাবাসী আন্তরিক প্রচেষ্টা ,শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার প্রতিষ্ঠানটি উত্তররোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এ বিশ্বাস আমাদের এগিয়ে চলার প্রেরণা।