Dicipline-Rules

কলেজের নিয়ম-শৃঙ্খলা

কলেজের ঐতিহ্য, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার আদর্শ পরিবেশ বজায় রাখা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের সমন্বিত বেশ কিছু নিয়ম-শৃঙ্খলা ও আচার-আচরণের ওপর নির্ভর করে। তাই কলেজের প্রতিটি শিক্ষার্থীর জন্য নি¤েœ বর্ণিত নিয়ম-শৃঙ্খলা মেনে চলা বাধ্যতামূলক: 

 

ক. পোশাক

কলেজ কর্তৃক নির্ধারিত  পোশাক ও আইডেনটিটি কার্ড অবশ্যই পরিধান করে কলেজে আসতে হয়। নির্ধারিত ড্রোস ও আইডেনটিটি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হয় না।

 

খ. কলেজে নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক

কলেজে নিয়মিত উপস্থিতি সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে শারীরিক অসুস্থতা ও অন্য কোনো গ্রহণযোগ্য কারণে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে দরখাস্ত প্রদান করতে হয়।

 

গ.  ছুটি

বিশেষ বিবেচ্য কারণে প্রকৃত অভিভাবকের আবেদনক্রমে শিক্ষার্থীদের সর্বোচ্চ ৫ দিন ছুটি মঞ্জুর করা যেতে পারে। তবে পরীক্ষা চলাকালীন সময় তা প্রযোজ্য হবে না।

 

ঘ. ক্লাস চলাকালীন সময়

ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্তী কমনরুম, অডিটোরিয়াম, ক্যান্টিন কিংবা অন্য কোথাও থাকতে পারবে না। এ সময় কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী কলেজ-ক্যাম্পাস ত্যাগ করতে পারবে না।

 

ঙ. শৃঙ্খলা:

নিম্নোক্ত যে কোনো কারণে পূর্ব সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া যে কোনো শিক্ষার্থীর কলেজ হতে ভর্তি বাতিল করা হবে।

১. পরীক্ষায় অসদুপায় অবলম্বন                     ২. শ্রেণিকক্ষে শৃঙ্খলা ভঙ্গ।

৩. বিনা অনুমতিতে কলেজ প্রাঙ্গন ত্যাগ       ৪. সংশ্লিষ্ট কারো সাথে অসদাচরণ