images

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এই দেশের বিশাল তরুণ প্রজন্মকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানবসম্পদে উন্নীত করার অঙ্গীকারবদ্ধ আমাদের শিক্ষা ব্যবস্থা। আর এই মানসম্মত শিক্ষায় অগ্রসর চাঁদপুর জেলার প্রাচীন ও অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। শান্ত, মনোরম ও নৈসর্গিক পরিবেশে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

উচ্চ শিক্ষার প্রস্তুতিক্ষেত্র এ বিদ্যানিকেতন থেকে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিবছরই মেডিক্যাল,বুয়েট, রুয়েট, কুয়েট, মেরিন একাডেমি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সরকারি বেসরকারি নামকরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে জেনে আমি আনন্দিত ও গর্বিত।

শিল্প খেলাধূলা ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চা, Career Development Club এর মাধ্যমে ভবিষ্যতে উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং দেশি-বিদেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী ও শিক্ষকদের যোগাযোগের মাধ্যমে মানসম্মত শিক্ষা দান অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।

মানুষ গড়ার কারিগর, জাতি গঠনের হাতিয়ার এ প্রতিষ্ঠানের বিজ্ঞ, প্রাজ্ঞ, দক্ষ নবীন-প্রবীণ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের সৃজনশীলতার উন্মেষসহ তাদের আত্মিক শক্তি অর্জন করে জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদকমুক্ত গঠনে অবদান রাখার উপযোগী শিক্ষাদান, বর্তমানের মতো ভবিষ্যতেও যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ অসাম্প্রদায়িক উন্নত প্রজন্ম গঠনের চলমান ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

আমি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও গভর্নিংবডিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হউক।

মো. সহিদ উল্লা মিয়া
বীর মুক্তিযোদ্ধা ও অতিরিক্ত সচিব (অব.),

সভাপতি, গভর্নিংবডি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

হাজীগঞ্জ, চাঁদপুর।