“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 01551129744
"বিদ্যা সজ্জনকে করে বিনয়ী, আর দুর্জনকে করে অংহকারী "
জ্ঞান-বিজ্ঞানের দ্রুত বিকাশের ফলে বিশ্বজগৎ আজ মানব জাতির হাতের মুঠোয় এসে পড়েছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার অন্যতম পূর্বশর্ত হচ্ছে দক্ষ মানব সম্পদ। শিক্ষা ব্যক্তির সর্বজনীন গুণাবলির বিকাশ ও মানব সম্পদ উন্নয়নের নিয়ামক। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ১৯৬৯ খ্রিস্টাব্দের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ক্ষণে আত্মপ্রকাশ করে 'হাজীগঞ্জ ডিগ্রি কলেজ'। এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পিছনে রয়েছে রান্ধুনীমুড়া মজুমদার পরিবারের ভূমিদান, তৎকালীন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কিছু আলোকিত মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও ভালোবাসা।
'জাতীয় পুরস্কার প্রাপ্ত' এ ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক যুগের দারুণ স্বপ্নচারী মানুষ তোমরা। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা যায় না। স্বপ্নপূরণে নিজেকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কলেজের নিয়ম-শৃঙ্খলা চলতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত লেখাপড়া করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, তাহলেই তোমরা অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। 'আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান' হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সুচারুভাবে পরিচালনার জন্য রয়েছে দক্ষ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ গভর্নিংবডি, দক্ষ ও অভিজ্ঞ নবীন-প্রবীণ শিক্ষকমন্ডলী, সুষ্ঠু পাঠ পরিকল্পনা, বায়োমেট্রিক হাজিরা, মাল্টিমিডিয়া ক্লাস, নিয়মিত পরীক্ষা, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী কাউন্সেলিংসহ মেধাক্রম অনুসারে প্রণোদনা বৃত্তির ব্যবস্থা। মানসম্মত শিক্ষার বিকাশে রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় দিবস উদযাপন, বিতর্ক, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস ইন রোভার, রেডক্রিসেন্ট, বিজ্ঞানমেলা, গানের প্রশিক্ষণ, Career Development Club, শিক্ষাসফর ও সহশিক্ষামূলক কার্যক্রম এবং মনোরম পরিবেশে ছাত্র ও ছাত্রী হোস্টেলের আলাদা সু-ব্যবস্থা।
উচ্চ শিক্ষার প্রস্তুতিক্ষেত্র হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে গত কয়েক বছর ভালো ফলাফল করায় আমরা আনন্দিত ও গর্বিত। আমরা আমাদের সর্বোচ্চ মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে এই সাফল্যকে ধরে রেখে শিক্ষার্থীদের মেধা আরো শাণিত করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের এই সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা প্রতি বছরই মেডিক্যাল, বুয়েট, রুয়েট, কুয়েট, মেরিন একাডেমি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তোমাদের মন-মনন-মেধা আরো শাণিত হোক এবং দীপ্ত পদচারণায় মুখরিত হোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এ আমার প্রত্যাশা। পরিশেষে, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাথে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, গভর্নিংবডি, শিক্ষক-কর্মচারীসহ সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি। জয় হোক হাজীগঞ্জ ডিগ্রি কলেজের।
মো:
অধ্যক্ষ,
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
HAJIGONJ DEGREE COLLEGE
01551129744