images

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ১৯৬৯ সালে 'হাজীগঞ্জ ডিগ্রি কলেজ' প্রতিষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলার প্রায় মাঝখান দিয়ে ডাকাতিয়া নদী প্রবাহিত। হাজীগঞ্জের প্রধান বাণিজ্য কেন্দ্র ও অন্যান্য সকল প্রতিষ্ঠান নদীর উত্তরে অবস্থিত। সে সময় নদীর উপর কোনো সেতু না থাকায় নদীর দক্ষিণের ছাত্র/ছাত্রীগণ উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে বড় ধরণের সমস্যার সম্মুখীন হতো। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় পশ্চাৎপদ সেই জনগোষ্ঠীর শিক্ষা লাভের ক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সাল থেকে আমার এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। হাজীগঞ্জ ও শাহ্রাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর প্রায় ১০টি সেতুসহ অনেক নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন নির্মাণ ও কয়েকশত কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ এবং সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে উন্নত মানের কোনো একাডেমিক ভবন ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পর সেখানে সুরম্য কয়েকটি আধুনিক মানের ভবন নির্মাণ করেছি। ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত কলেজটিতে সুন্দর প্রযুক্তি-নির্ভর উন্নতমানের শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে একটি সমৃদ্ধ অসাম্প্রদায়িক উন্নত সোনার বাংলা গঠনের জন্য দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে কাজ করছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

'আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান' ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা প্রতি বছরই মেডিক্যাল কলেজ, বুয়েট, চুয়েট, কুয়েট, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। ২০৪১ সালে আধুনিক, স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় এই কলেজের শিক্ষার্থীরা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরলসভাবে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও একইভাবে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেয়ার জন্য শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে কাজ করে যাবেন- এ বিশ্বাস আমার আছে।

এই কলেজের সার্বিক উন্নয়নে পূর্বের মত আমার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হউক।


বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম

(সেক্টর কমান্ডার, ১নং সেক্টর) সংসদ সদস্য, ২৬৪ চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)

সভাপতি, 'নৌ পরিবহন মন্ত্রণালয়' সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,

'পরিকল্পনা মন্ত্রণালয়' সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।