“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”
Call Us at: 01551129744
মানসম্মত শিক্ষা প্রাগ্রসর চাঁদপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রী কলেজ। ছায়া ঘেরা সুনিবিড় কোলাহলমুক্ত পরিবেশে ডাকাতিয়া নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি। হাজিগঞ্জ উপজেলার প্রাচীন এ বিদ্যাপীঠ শিক্ষা বিস্তারে অগ্রগামী ভূমিকা পালন করে চলছে।
"আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অন্ন্য প্রতিষ্ঠান " এই শ্লোগানটি কলেজের নিরন্তর এগিয়ে চলার মূলমন্ত্র। জাতীয় পুরস্কার প্রাপ্ত হাজিগঞ্জ ডিগ্রী কলেজে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সিঁড়ি হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকমন্ডলী সহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত প্রচেষ্টায় কলেজটি সাফল্যের শিখরে অভিমুখে ধাবমান।
শিল্প-সাহিত্য ও খেলাধুলা চর্চা, Career Development Club এর মাধ্যমে ভবিষ্যতে উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং দেশি-বিদেশি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে সাথে শিক্ষার্থী ও শিক্ষকদের যোগাযোগের মাধ্যমে মানসম্মত শিক্ষা দান প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।
মানুষ গড়ার কারিগর ,জাতি গঠনের হাতিয়ার এ প্রতিষ্ঠান বিজ্ঞ, ও দক্ষ নবীন প্রবীণ শিক্ষকমন্ডলীরা শিক্ষার্থীদের সৃজনশীলতার উন্মেষ সহ আত্মিক শক্তি অর্জন করে জঙ্গিবাদ, সন্ত্রাস,মাদকমুক্ত জাতি গঠনে যুগান্তকারী ভূমিকা রাখছে।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমের উদ্বুদ্ধর মাধ্যমে অসাম্প্রদায়িক উন্নত প্রজন্ম গঠনের ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
হাজিগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্ণিং বডি সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। অতীত ও বর্তমানের মধ্যে ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের উন্নয়নে আমার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
জেলা প্রশাসক, চাঁদপুর
ও
সভাপতি
পরিচালনা পর্ষদ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
HAJIGONJ DEGREE COLLEGE
01551129744